তানভীর সভাপতি-শাকিল সম্পাদক কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৯ মে বুধবার রাতে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে সংবাদ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীরকে সভাপতি ও মৌমাছির কণ্ঠ’র স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।  বার্ষিক সাধারণ সভায় বিদায়ী সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় বক্তব্য দেন-কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, আজকালের খবর প্রতিনিধি আশীষ কুমার ধর, সৈয়দ আশফাক তানভীর, মাহফুজ শাকিল, আব্দুল আহাদ, সুমন আহমদ, বিকাশ মল্লিক প্রমুখ।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহ-সভাপতি সেলিম আহমদ (মানবকণ্ঠ/এশিয়ান এজ), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (যায়যায়দিন/শুভ প্রতিদিন), কোষাধ্যক্ষ বিকাশ মল্লিক (কুলাউড়ার ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আল মাহমুদ রাজু (এইবাংলা/সীমান্তের ডাক), নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাস (প্রতিদিনের সংবাদ), মিন্টু দেশোয়ারা (দি ডেইলী স্টার), আলাউদ্দিন কবির (মানবজমিন), আশীষ কুমার ধর (আজকালের খবর), আব্দুল করিম বাচ্চু (সাপ্তাহিক হাকালুকি), সুমন আহমদ  (মাতৃছায়া/বিজয়ের কণ্ঠ), এম এ কাইয়ুম (পূর্বপশ্চিম.কম/ কুলাউড়ার সংলাপ)।

শেয়ার করুন