মেধা যাচাই পরিক্ষার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সংগঠন শেখ বুরহান উদ্দিন (র:) ইসলামী সোসাইটি (বিআইএস) এর জেলা ব্যাপী মেধা যাচাই পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

১০ মে বৃহস্পতিবার বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে বিআইএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও চৌধূরী মোহাম্মদ মেরাজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা ও সাবেক সচিব আব্দুল মুয়ীদ চৌধূরী।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: ফজলুল আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব ও লেখক ও ব্যাংকার মোহাম্মদ আবু তাহের। লন্ডন থেকে অডিও বার্তায় বক্তব্য রাখেন বিআইএসের পৃষ্ঠাপোষক ব্রিটেনের কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদ।

এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা হোসেন, বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা আক্তার খান, সাবেক ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, সংগঠনের নির্বাহী পরিচালক এমএ সামাদ, মাহফুজ শাকিল, সোহান হোসাইন হেলাল, কামরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রত্যেক শিক্ষার্থীই মেধাবী। কিন্তু সব শিক্ষার্থী তার মেধার বিকাশ ঘটাতে পারে না। শিক্ষার্থীদের মেধার বিকাশের জন্য এধরণের মেধা যাচাই পরিক্ষা বা প্রতিযোগীতার প্রয়োজন। আর একটি যোগ্যতা সম্পন্ন শিক্ষিত ব্যক্তি সর্বদাই জাতির কল্যাণ বয়ে আনবে। অতিথিরাও শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটির এ ধরণের আয়োজনকে অভিনন্দন জানানা।

অনুষ্ঠানে ৩য় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে ১৩জন করে মোট ১০৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। গত ২৯ ডিসেম্বর মৌলভীবাজারের সরকারী কলেজে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে নিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন