স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহরের তৃতীয় নগর উন্নয়ন পরিচালন (সেক্টর) প্রকল্পের আওতায় কাশীনাথ রোড আরসিসি ড্রেন সহ রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
১০ মে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তৃতীয় নগর উন্নয়ন পরিচালন (সেক্টর) প্রকল্পের পরিচালক এ কে এম রেজাউল ইসলাম, সাবেক সংসদ সদস্য তোয়াবুর রহিম, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ, আইনজীবী সমর কান্তি দাস চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসাইন খান।
রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন করতে ব্যয় হচ্ছে ৫৭ লাখ ৪৮ হাজার টাকা।