বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় কালবৈশাখী ঝড়ের তা-বে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।
১০ মে বৃহস্পতিবার বিকেল ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অধিকাংশ এলাকা অন্ধকারে ছিল।
জানা গেছে, বুধবার দুপুর পৌনে একটার দিকে বড়লেখা উপজেলার ওপর দিয়ে প্রচ- বেগে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যায়। আধ ঘন্টাব্যাপী ঝড়ের তা-বে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়ে। এতে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ে পৌরশহরের ডাকবাংলো এলাকায় গাছ পড়ে বিদ্যুতের ৩টি খুঁটি ভেঙে গেছে। এতে ৭৫ কেভি বিদ্যুতের কয়েকটি ট্রান্সফরমার নষ্ট হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আবারও এ উপজেলায় বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অধিকাংশ এলাকা অন্ধকারে ছিল।
পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস জানান, ঝড়ে পৌরশরের ডাকবাংলো এলাকায় ৭৫ কেভি বিদ্যুতের ট্রান্সফরমার খুটি ভেঙে গেছে। শ্রীমঙ্গল থেকে নতুন ট্রান্সফরমার আনা হচ্ছে। এছাড়া বিভিন্নস্থানে গাছপালা ভেঙে বিদ্যুতের খুঁটিতে পড়ে তার ছিড়ে গেছে। অধিকাংশ এলাকায় বিদ্যুত সরবরাহ চালু করা সম্ভব হয়নি। পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কর্মচারীরা আপ্রাণ চেষ্টা করছেন।