কমলগঞ্জে আদিবাসী খাসিয়া ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে আদিবাসী খাসিয়া ছাত্র-ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।

১০ মে বৃহস্পতিবার বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে শিক্ষাবৃত্তির এ অর্থ বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ও বৃহত্তর সিলেট আদিবাসী  ফোরামের চেয়ারম্যান জিডিশন প্রধান সুচিয়াং-এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট খাসিয়া ছাত্র নেতা সাজু মারচিয়াং। অনুষ্ঠানে স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নরত ৩০ জন খাসিয়া ছাত্র-ছাত্রীর মাঝে জনপ্রতি ৩০ হাজার টাকা করে বিতরণ করা হয়। এ অর্থ দিয়ে খাসিয়া ছাত্র-ছাত্রী তাদের শিক্ষা উপকরণ ক্রয়সহ প্রয়োজনে ব্যয় করবে।

শেয়ার করুন