অবসরপ্রাপ্ত ৬০ জন প্রাইমারী শিক্ষকদের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ৬০ জন অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা।

১১ মে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রতাপ কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মো. মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মো. গাজীউল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা আ’লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, বড়লেখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি প্রধান শিক্ষিকা অঞ্জনা রানী দে প্রমূখ। 

শেয়ার করুন