কমলগঞ্জ প্রতিনিধি॥ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা গ্রামে মাস্টার আবুল কাশেম, আব্দুল বারী ও আব্দুল মন্নান শিক্ষা ট্রাস্টের উদ্যোগে এলাকার এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও মরিচা মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
১২ মে শনিবার বিকাল ০৩ ঘটিকার সময় শিক্ষা ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী, কৃষক নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবঃ শিক্ষক ও মুক্তিযোদ্ধা কৃতিকা রঞ্জন দেব, কবি জয়নাল আবেদীন শিবু, নাট্যকার হিফজুর রহমান বক্শ, মাওলানা ফখরুল ইসলাম, আবুল বশর জিল্লুুল, ডাঃ রানা দত্ত, মাওলানা আব্দুল জাহিল ও জেলার শ্রেষ্ঠ সমাজসেবক আব্দুল হান্নান চিনু প্রমুখ।
উল্লেখ্য, প্রায় শত বৎসর পূর্বে বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষাবিদ মরহুম আবুল কাশেম কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন, তার পুত্র মরহুম আব্দুল বারী অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্প বেতনে শিক্ষকতা করেন ও তার নাতি আব্দুল মন্নান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতাকালিন শিক্ষকতা করেন। তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং গুণগত শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ২০০০ সালে শিক্ষা ট্রাস্ট গঠন করেন।