কমলগঞ্জ প্রতিনিধি॥ চারদিনের ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জ উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়ে।
১২ মে শনিবার এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পর পতনঊষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক পানিবন্দি ৫০ পরিবারের মধ্যে শুকনো খাবার হিসাবে চিরা ও গুড় বিতরন করেন।
জানা যায়, নি¤œাঞ্চলের এই এলাকায় ৫০টি পানিবন্দি পরিবারের মধ্যে তাৎক্ষনিকভাবে এক কেজি চিরা ও ২৫০ গ্রাম গুড় বিতরণ করা হয়েছে। এ সময়ে মহিলা সদস্যা রওশন আরা বেগম, ব্যবসায়ী আরব আলী, সমাজকর্মী মাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর বলেন, নি¤œাঞ্চলের পতনউষার ইউনিয়নে পানিবন্দি আরও লোক রয়েছেন। সরকারি উদ্যোগে পানিবন্দি এসব মানুষদের সহায়তা করলে দরিদ্র ও অসহায় লোকেরা উপকৃত হবে।