সরকারী রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে শিক্ষিত জনাব আব্দুর রহমান সাহেবের মূল্যবান উক্তি

রুহুল চৌধুরী, কানাডা: আমি আজ এক বড় ভাইয়ের কথা বলবো, উনার বাড়ি ফরিদপুর। “বানিয্য বিভাগ” এ পাশ দিয়েছেন ফরিদপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারী রাজেন্দ্র কলেজ থেকে। ভদ্রলোকের সাথে আমার ব্যক্তিগত কোনও পরিচয় নাই। ভাই সাহেব বিদেশী, থাকেন ইতালীতে। তিনি শিক্ষাগত যোগ্যতায় আজ অনেক উপরে; তিনি একাধারে ইতালী আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, মনবাধিকার কমিশন ইতালী শাখার সাধারন সম্পাদক এবং ফরিদপুর জেলা সমিতি, ইতালীর সভাপতি।

ফেইসবুকের বদৌলতে ইতালী ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর এই গুণী ব্যক্তির কিছু উক্তি আমার নজরে পড়লো। একজন কম পাশ দেওয়া সিলেটি হিসাবে উক্তিগুলোর স্ক্রীন শট সকলের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না। তবে তার আগে আমি একটি ব্যাপারে আমার নিজের অবস্থান সম্পর্কে সকলের কাছে পরিস্কার করে দিতে চাই, একজন সংবাদকর্মী হিসাবেই নয় ব্যক্তিগতভাবে ও আমি কোনো রাজনৈতিক দল করি না। তাই উক্ত শিক্ষিত বড়ভাইয়ের উক্তিগুলো কোনও ধরনের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার জন্য সবাইকে অনুরোধ করছি।

ধন্যবাদ জনাব মিনহাজ হোসেইন ভাইকে ব্যাপারটা জনসম্মুখে তুলে ধরার জন্য।

শেয়ার করুন