স্টাফ রিপোর্টার॥ একদফা দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিনং:চট্র-২৩৫৯)। রোববার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে এক জনার্কীন সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সংগঠনের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সম্প্রতি মৌলভীবাজার শ্রমিক ফেডারেশন (বি-১৯৯৮) নামের অবৈধ ও ভূয়া সংগঠনের নাম ভাঙ্গিয়ে শ্রমিকদের হয়রানি ও বিভ্রান্তি সৃষ্টি বন্ধ না হলে তারা এই কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম। লিখিত বক্তব্যে বলা হয় দীর্ঘদিন থেকে আলীম উদ্দিন হালিম,শিবলু আহমেদ,হারুনুর রশিদ,জামাল মিয়া,জগলু মিয়া,মিছলু মিয়া ও কাজল মিয়া গংরা তাদের সংগঠনের বিরুদ্ধে নানা যড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা ইতিপূর্বে জেলা অটোটেম্পু,অটোরিকশা,বেবি,মিশুক,সিএনজি শ্রমিক ইউনিয়নের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করে আলীম উদ্দিন হালিম ও শিবলু আহমেদসহ অন্যরা ভূয়া আহবায়ক কমিটি গঠন,বিভিন্ন স্ট্যান্ডে অবৈধ ভাবে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্ঠা। এই শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার মূলক লিফলেট বিতরণ। শহরের হোসেন কমিউনিটি সেন্টারে বিশেষ সাধারণ সভা। বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে মৌলভীবাজার সদর সহকারী জজ আদালতে মামলা (নং৭৮/২০১৮ স্বত্ত) দায়ের। সংগঠনের নির্বাচন বানচাল করার জন্য নানা অপতৎপরতা চালানোসহ শ্রমিকদের বিভ্রান্ত করার নানা চেষ্ঠা অব্যাহত রাখে। পরিবহন শ্রমিক ইউনিয়ন (চট্র:২৩৫৯) তাদের এমন অপতৎপরতা রোধে প্রথম থেকেই বাংলাদেশ শ্রম অধিদপ্তর,মৌলভীবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করে আসছে। ওই চক্রটির নানা হীন ষড়যন্ত্র মোকাবেলা করে ১৩ এপ্রিল ২০১৮ ইং তারিখে এই শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রি-বার্ষিক নির্বাচন এবং ২২ এপ্রিল ২০১৮ ইং তারিখে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। আলীম উদ্দিন হালিম ও শিবলু গংরা আমাদের শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে এখন নতুন কৌশলের আশ্রয় নিয়েছে। তারা এখন বাংলাদেশ অটোরিকশা,অটোটেম্পু শ্রমিক ফেডারেশন (বি-১৯৯৮) এর ভূয়া কমিটি গঠন করে বাংলাদেশ অটোটেম্পু,অটোরিকশা,বেবি,মিশুক,সিএনজি শ্রমিক ইউনিয়ন(চট্র-২৩৫৯) এর শ্রমিকদের নানা ভাবে বিভ্রান্ত করার অপচেষ্ঠা অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন উপজেলায়ও ওই অবৈধ ও ভূয়া সংগঠনের নামে নতুন কমিটি করার পায়তারা চালাচ্ছে। শ্রমিক ফেডারেশন হচ্ছে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয়কারী সংগঠন। শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান,দাবী দাওয়া সংক্রান্ত প্রয়োজনীয় কর্মসূচী পালন ও আন্দোলন কর্মসূচী বাস্তবায়নের জন্য শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় করাই মূলত শ্রমিক ফেডারেশনের কাজ। শ্রমিক ফেডারেশন কোন শাখা কমিটি গঠন করতে পারেনা। বা কোন শাখা কমিটিও অনুমোদন দিতে পারেনা। বাংলাদেশের কোথাও শ্রমিক ফেডারেশনের কোন শাখা কমিটি নেই। কারন এসব কর্মকান্ড শ্রমিক ফেডারেশনের এখতিয়ার বহির্ভূত। আলীম উদ্দিন হালিম ও শিবলু গংরা ভুয়া এই সংগঠনের নাম দিয়ে কুট কৌশল করে শ্রমিকদের বিভ্রান্ত করে ঐক্যবদ্ধতাকে নষ্ট করার পায়তারায় লিপ্ত। তারা একের পর এক মিথ্যা ও বানোয়াট অভিযোগ এবং ভূয়া কমিটি ও সংগঠন দাঁড় করিয়ে শ্রমিকদের ভ্রাতিত্ববন্ধনকে বিনষ্ট করতে চায়। একাধিকবার দলছুট শিবলু নিজেকে আওয়ামীলীগের নেতা ও আলিম উদ্দিন হালিম নিজেকে যুবলীগ নেতা দাবি করে দলের নাম ভাঙ্গিয়ে শ্রমিকদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় তাদের এমন বানোয়াট কর্মকান্ড রুখতে জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার, পৌর মেয়র,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এছাড়া তাদের সাথে জেলার ৫টি রেজিস্ট্রেশন প্রাপ্ত শ্রমিক সংগঠন ওদের এমন অপতৎপরতা রুখতে যুগপত আন্দোলনে ঐক্যমত পোষন করেছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের নেতৃবৃন্দ জানান তারা দীর্ঘদিন থেকে ওই চক্রটির নানা অপতৎপরতা ও ষড়যন্ত্র সহ্য করেছেন। ধৈর্য্য ধরেছেন। তারা ওই চক্রটির এমন অবৈধ কর্মকান্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন ও আইনীভাবেও মোকাবেলা করেছেন। কিন্তু তাদের এমন শান্তিপূর্ণ পদক্ষেপে ওই চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। তাই তারা ৩ দিনের মধ্যে (মৌলভীবাজার শ্রমিক ফেডারেশন বি-১৯৯৮) ওদের ভূয়া সংগঠন ও বিভ্রান্তিমূলক কর্মকান্ড বন্ধ না করলে জেলার সর্বস্থরের শ্রমিকদের নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে ওদের সকল অনৈতিক,অবৈধ ও ভূয়া কার্যক্রম প্রতিহত করার নানা কর্মসূচীর কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মো: পাবেল মিয়া,সহ-সভাপতি ফজলুর রহমান ফজির,সহ-সভাপতি মো: মিলন আহমদ,সহ-সাধারণ সম্পাদক দিলু আহমেদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন,সাংগঠনেক সম্পাদক ইব্রাহিম আহমদ,দপ্তর সম্পাদক শেফুল আহমদ,প্রচার সম্পাদক আমজদ আলী,অর্থ সম্পাদক মাহমুদ হোসেন,সদস্য বাবেল আহমদসহ জেলা ও উপজেলার পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন আন্দোলনের হুশিয়ারি
শেয়ার করুন