কমলগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় শিশু প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে মণিপুরী নৃত্যে দ্বিতীয় স্থান লাভ করেছে কমলগঞ্জের আম্বিয়া কে,জি স্কুলের ছাত্রী অর্থি সিনহা। শনিবার ১২ মে ঢাকা জাতীয় শিশু একাডেমী তে ৮টি বিভাগের সেরা ৮ জনের মধ্য এ প্রতিযোগীতা অনুষ্টিত হয়। ঢাকা বিভাগ প্রথম স্থান অধিকার করে।
অর্থি সিনহা গত ৭ মার্চ সিলেট বিভাগের শ্রেষ্ট নির্বাচিত হয় মনিপুরী নৃত্যে গ্রুপে। আম্বিয়া কে,জি স্কুলের ৫ম শ্রেনী শিক্ষার্থী অর্থি সিনহা বাবা অমুল্য কুমার সিংহ,শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসের সিএ ও মা মমতা রানী সিনহা আম্বিয়া কে,জি স্কুলের অধ্যক্ষ। বাবা মায়ের একমাত্র মেয়ে অর্থি ছোট বেলা হতে নৃত্যের প্রতি আগ্রহ জন্মে। আগামী ১৫ মে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করবেন বলে মা মমতা রাণী সিনহা জানান। মেয়ে এমন সাফল্যে তারা গবির্ত।
জাতীয় শিশু প্রতিযোগীতা ২০১৮ মণিপুরী নৃত্যে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেছে কমলগঞ্জের অর্থি সিনহা
শেয়ার করুন