স্টাফ রিপোর্টার॥ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে প্রেস বিফিং করেছে জেলা তথ্য অফিস মৌলভীবাজার।
সোমবার ১৪ মে সকাল সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম মুহিব, সদস্য স.ই. সরকার জগলু, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।
জেলা তথ্য কর্মকর্তা মো: ইব্রাহিম মোল্লা সুমন লিখিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে রূপকল্প-২০২১ গ্রহণ করা হয়। এমডিজিতে সাফল্যের পর ২০১৬ সাল থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তাবায়নের পথে এগিয়ে চলছে দেশ।
বর্তমানে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে অগ্রগামী হয়েছে। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দারিদ্র্য ও ক্ষুধা মুক্তি, বাসস্থান নিশ্চিতকরণ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন জনগণের দোর গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, সর্বোপরি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ করা। আর এই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন।