দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে  বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার॥ আসন্য পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৪ মে সোমবার সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।

একইসাথে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে টিসি মার্কেট অবস্থিত হোসনে আরা ব্রয়লার হাউজকে ১ হাজার ৫শত টাকা, টিসি মার্কেট অবস্থিত জাকির পোল্ট্রি ফার্মকে  ৫শত টাকা, শিমুলতলা বাজার অবস্থিত বাধন স্টোরকে ১ হাজার, টাকা, শমসেরনগর রোড অবস্থিত বকস ট্রেডিংকে ২ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন সদর উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শেকর কান্তী পাল ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।

শেয়ার করুন