শের ই বাংলা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৮

জালালাবাদবার্তা.কম: টরন্টোর বাংলাদেশী কমিউনিটির তরুণদের খেলাধুলায় আরও বেশী করে উৎসাহিত করার জন্য আগামী ২৩, ২৪ জুন এবং ১ জুলাই  কানাডা বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশ আয়োজন করেছে শের ই বাংলা কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর। প্রতিটি পর্বের খেলা অনুষ্ঠিত হবে স্কারবরোর বার্চমাউন্ট স্কুল মাঠে। টুর্নামেন্টে মোট ১২টি দলে ১৩২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকলের অংশগ্রহণ নিঃশন্দেহে কমিউনিটির তরুণদের উৎসাহীত করবে বলে মনে করছেন আয়োজকরা।  

 

শেয়ার করুন