কনস্যুলার সার্ভিস জনগনের দোরগোরায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃষ্টলে পার্সপ্র্টো সার্জারি অনুষ্টিত হয়েছে

খায়রুল আলম লিংকন॥ কনস্যুলার সার্ভিস জনগনের দোরগোরায় পৌঁছে দেওয়ার লক্ষে ১৩ মে রবিবার বৃষ্টলে পার্সপ্র্টো সার্জারি অনুষ্টিত হয়েছে. বাংলাদেশ এসোসিয়েশন বৃষ্টল বাথ এবং ওয়েস্ট এর উদ্দোগে উক্ত পার্সপ্র্টো সার্জারিতে হাউজের সভাপতি ফকরুল আলীর সভাপতিত্বে ও সম্পাদক মোর্শেদ আহমদ মতচ্ছির এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পরিচালনা পর্ষদের অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আগত সেবা গ্রহীতাদের সহায়তা করেন সহ-সভাপতি চমক আলী, ট্রেজারার জাবেদ রহমান, মতসিন আলী, সিদ্দীক মিয়া, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, আইনুল ইসলাম, আব্দুল নাসির, খায়রুল আলম লিংকন, নাছিম তালুকদার,  সেলিম খান, অফিস সহকারী শাহনাজ বেগম ও বৃষ্টল বাংলা প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম।
অনলাইন ভিসা আবেদন বিষয়ক এক প্রশ্নের জবাবে ফার্ষ্ট সেক্রেটারী বলেন, “বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলানোর জন্য সিল এর পরিবর্তে প্রিন্ট ভিসা প্রদানের উদ্দোগ নেওয়া হয়েছে।” তিনি সেবা গ্রহীতাদের সটিক তথ্য পূরণ ও শেষ মুহুর্তে আবেদন না করার জন্য আহ্বান জানান।
উক্ত পার্সপ্র্টো সার্জারিতে বৃষ্টল, বাথ ও সাউথ ওয়েষ্ট এরিয়া থেকে শতাধিক নারী পুরুষ উপস্থিত হয়ে পাসপোর্ট রিনিউ, এম আর পি আবেদন, পাওয়ার অব এটর্ণী, নো-ভিসা এবং বার্থ সার্টিফিকেট সহ অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণ করেন।
আগত সেবা গ্রহীতাবৃন্দ এরকম উদ্দোগ গ্রহন করার জন্য বাংলাদেশ হাউজ কতৃর্পক্ষকে ও হাইকমিশনের সকলকে ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন