আলোকিত করছে দারুস সুন্নাহ উসমানগড় মাদ্রাসা

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ উসমানগড় মাদ্রাসা বিগত ২৬ বছর ধরে শতশত শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। মাদ্রাসাটি ১৯৯২ সালে চাতলাপুর রোডে তার অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। অদ্যবধি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে আজ এ পর্যন্ত এসে পৌঁছিছে।

জানা যায়, ইতি মধ্যে ওই মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে অনেক আলেমেদ্বীন দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা দেশ ও দেশের মানুষের উন্নয়নে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানায়, সাধারণ শিক্ষার পাশাপাশি ওই মাদ্রাসায় কারিগরি শিক্ষার গুরুত্ব দেয়া হয়। অনেক দক্ষ ও আধুনিক জ্ঞান সম্পূর্ণ আলেম তৈরি করতে কর্তৃপক্ষ আন্তরিক।

মাদ্রাসা অফিস থেকে জানা যায়, ১৯৯২ সালে চাতলাপুর রোডে কার্যক্রম শুরু করে ১৯৯৫ সালে কুলাউড়া রোডস্থ উসমানগড়ে স্থানান্তর করা হয়। বর্তমানে নূরানী বিভাগ, বালক হিফজ বিভাগ, চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পৃথক পৃথক পুরুষ জামাত/মহিলা জামাত মিলে প্রায় ২’শ শিক্ষার্থী পাঠদান করছে। বিগত সালে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বোর্ড ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগসহ সুনামের সাথে অনেক শিক্ষার্থী উত্তির্ণ হয়। ওই শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য ১৪ জন শিক্ষক আন্তরিকতার সহিত পাঠদান চালিয়ে যাচ্ছেন। দূরবর্তী বালক/বালিকা শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। মাদ্রাসার এতিম ফান্ড থেকে আবাসিক শিক্ষার্থীদের ফ্রি থাকা খাওয়াসহ যাবতীয় ব্যয় বার বহন করা হয়।

সরেজমিন মাদ্রাসায় গিয়ে একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন, আধুনিক ও কারিগরি শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস সাজানো হয়েছে। শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা আমাদেরকে এগিয়ে নেয়ার জন্য আন্তরিকতার সহিত কাজ করছেন।

মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ আব্দুস শহীদ জহির বলেন, এলাকার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে ২৬ বছর আগে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি। এলাকাবাসীর সহযোগীতায় মাদ্রাসাটি ইতি মধ্যে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। প্রবাসীরা ও এলাকাবাসী আরোও এগিয়ে আসলে মাদ্রাসাটি জেলার মধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হবে।

শেয়ার করুন