গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে মত বিনিময় সভা

শহর প্রতিনিধি॥  জেলা প্রশাসন, মৌলভীবাজার গ্রামীণ জনগণ বিশেষ করে নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি মতবিনিময় সভা জেলার সার্কিট হাউস মিলনায়তনে আয়োজন করেছে। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর সহযোগিতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মোঃ তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক, মৌলভীবাজার তার বক্তৃতায় বলেন, গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা না থাকায় গ্রামে অনেক ছোটখাটো ঘটনা ঘটলেও সাধারণ মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন যাতে অনেক সময় ও অর্থ ব্যয় হয়। অন্যদিকে এসব মামলা পরিচালনা করতে জেলা আদালতগুলোকেও উল্লেখযোগ্য সময় ব্যয় করতে হয় বলে অনেক গুরুত্বপূর্ণ মামলা কম সময়ে পরিচালনা করা সম্ভব হয় না। ফলে আদালতগুলোতে মামলার জট বাড়ছে। এ অবস্থার উন্নতির জন্য জেলা আদালতগুলো নিয়মিত সংশ্লিষ্ট মামলা গ্রাম আদালতে প্রেরণ করে। তিনি আরো বলেন, গ্রাম আদালতে মাত্র ১০-২০ টাকা ফি দিয়ে অল্প সময়ে বিচার পাওয়া যায়, যা সাধারণ গ্রামীণ জনগণের মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতেও সহায়তা করে। তাই তিনি গ্রাম আদালতের সেবা সম্পর্কে বিভিন্ন ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে সভায় উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার, মৌলভীবাজার বলেন, গ্রামে শান্তি বজায় রাখার জন্য গ্রাম আদালত কার্যকর ভূমিকা পালন করতে পারে, তাই ঘরে বসেই যেন সাধারণ মানুষ গ্রাম আদালতের সেবা সম্পর্কে আরো বেশি জানতে পারে এজন্য গণমাধ্যমকে বিভিন্ন ইতিবাচক সংবাদ প্রচারে ভূমিকা রাখতে হবে।

মোহাম্মদ রোকন উদ্দিন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, মৌলভীবাজার এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন । তিনি সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করার আহ্বান জানান। তিনি বলেন, এর ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের জবাবদিহিতা আরো বৃদ্ধি পাবে। তিনি এই বিচারিক সুবিধার কথা মৌলভীবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণ বিশেষত নারীদের মাঝে পৌঁছে দেবার জন্য গণমাধ্যমের কর্মীদের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ গ্রাম আদালতকে সক্রিয়করণের জন্য বিভিন্ন সুপারিশ ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে ইউএনডিপি-এর পক্ষে বক্তব্য রাখেন অর্পনা ঘোষ, কমিনিকেশনস ও আউটরিচ স্পেশালিস্ট এবং মোঃ মাহাবুব উল আলম, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প।

শেয়ার করুন