বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নির্ম্মাণ শ্রমিকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের কাজ করার সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক নির্ম্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৫ মে মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ষুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বজ্রসহ বৃষ্টিপাতের সময় কমলগঞ্জ থানার অদূরে ছেড়া বিদ্যুতিক তার দিয়ে কমলগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের কাজ চলছিল। এ সময় অসাবধনতাবশত: জুয়েল মিয়া (৩৫) নামে এক নির্ম্মাণ শ্রমিক মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত জুয়েল মিয়ার বাড়ি কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে বলে জানা গেছে।

কমলগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক মো: হামিদুর রহমান ও কমলগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারি চিকিৎসক পরিতোষ শর্ম্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন