স্টাফ রিপোর্টার॥ স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশ গ্রহনমূলক স্থানীয় পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একাটুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত বাজেট প্র¯াবনাসভা ২০১৮-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৫ মে সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মৌলভীবাজার মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, মৌলভীবাজার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু প্রমুখ।
২০১৮-২০১৯ সালের প্র¯াবনা বাজেটে জন্য মোট ছিয়ানব্বই লক্ষ উনআশি হাজার পাঁচশত একানব্বই টাকা উনষাট পয়সার বাজেট প্রস্তাব করা হয়।