বজ্রপাতে ৭ জন আহত

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে বজ্রপাতে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেওছড়া চা বাগান এলাকা ও মরাজানের পার গ্রামে ১৫ মে মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকালে বৃষ্টির সাথে বজ্রপাত হলে দেওছড়া চা বাগানের জয়ধন গড়, লাইলী ভর, সনিয়া রবিদাশসহ ৫জন আহত হয়। এদের মধ্যে জয়ধন গড় ও লাইলী ভরকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অপর ৩ জন ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন। অপরদিকে মরাজানের পার গ্রামের কামরুল ইসলামের স্ত্রী মিনারা বেগম ও আজমত মিয়ার মেয়ে সুমি আক্তারও বজ্রপাতে আহত হয়েছেন।

শেয়ার করুন