“মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে হবে” -বদরুল ইসলাম শোয়েব

এজাজুল হক এজাজঃ মুক্তির চেতনা যুব সংগ্রাম পরিষদ সিলেট’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধাদের স্বপ্ন চিন্তা চেতনা বাস্তবায়ন হয়েছে। মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির অহংকার। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে হবে। তিনি আরো বলেন পবিত্র মাহে রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তাকওয়া অর্জনের এ মাসে আমাদেরকে বেশী করে ইবাদত বন্দেগী করে রমজানের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি ১ জুন শুক্রবার মুক্তির চেতনা যুব সংগ্রাম পরিষদ সিলেট’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন

পরিষদের আহবায়ক মো. আসাদুজ্জামান শামীম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হোসেন বাবর এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছালাম, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, মোঃ রেজাউল হক রাসেল,মাহমুদ হোসেন হিবরু, আব্দুর রশিদ খান রাসেদ, মোঃ আবুল কাশেম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুর রহমান সুমন, মোঃ এনাম আহমদ খাান, মোহাম্মদ জাকির হোসাইন, অপূর্ব দে দোলন, মোঃ আব্দুল হামিদ, ইকবালুর রহমান চৌধুরী, সুজাদ আহমদ চৌধুরী, আব্দুর রাজ্জাক শামীম, ক্ষিতিষ বৈদ্য রিপন, কাউসরা আহমদ, আবুল কাশেম প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন মোঃ হারুনুর রশীদঅ

নুষ্ঠানের শেষে অতিথিসহ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিজ্ঞপ্তি

 

শেয়ার করুন