টিলাগাঁও এ. এন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুধীর চন্দ্র মালাকার আর নেই

 

মৌলভীবাজার প্রতিনিধি: জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এ. এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র মালাকার (৫৫) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৩১ মে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, মা ও ৪ ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, মাধ্যমিক শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদির, সম্পাদক আব্দুল মতিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রাশেদা বেগম, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব), মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, সম্পাদক মো. বেলায়েত হোসেন, টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ। ১জুন সকালে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ স্কুল প্রাঙ্গণে আনা হলে এক করুণ দৃশ্যের অবতারণা হয়। প্রিয় শিক্ষককে দেখে শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়ে। পরে পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সুত্রঃ ajkersangbad.com

শেয়ার করুন