বিশেষ কোচিংয়ের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শতাধিক মাধ্যমিক ও প্রাইমারী স্কুলে রমজান মাসে বিশেষ কোচিংয়ের নামে কোমলমতি কয়েক হাজার শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এনিয়ে অভিবাবক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। আবার অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোচিংয়ে অংশ গ্রহণে আগ্রহী না হলেও জোরপূর্বক তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বলে একাধিক অভিবাবকের অভিযোগ। রিতিমতো এটা বাণিজ্যে পরিণত হয়েছে। একটি জরিপে দেখা গেছে এ উপলক্ষে শিক্ষকরা এজেলার শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
অনুসন্ধানে জানা যায়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ২২৬ জন শিক্ষার্থীর কাছ থেকে ৮’শ, অষ্টম শ্রেণীর ২২৬ জন শিক্ষার্থীর কাছ থেকে ৭’শ এবং পঞ্চম শ্রেণীর ১২০ জন শিক্ষার্থীর কাছ থেকে ৬’শ টাকা, ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার টাকা, কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ২০০ জন শিক্ষার্থীর কাছ থেকে ৫’শ টাকা, সদর উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৫’শ টাকা, কুলাউড়া উপজেলার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে ৫’শ টাকা, রাজনগর উপজেলার কদমহাটা, মহলাল ও পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৫’শ টাকা করে আদায় করা হচ্ছে।
এবিষয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান কোচিং করানোর কথা স্বীকার করে বলেন, অভিবাবক ও কমিটির সাথে কথা বলে কোচিং করানো হচ্ছে। তবে যে সকল শিক্ষার্থী আগ্রহী নয় তাদেরকে কোচিংয়ের আওতায় আনা হয়নি।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ ওয়াদুদ বলেন, অভিবাবকদের সম্মতি ছাড়া যে সকল বিদ্যালয়ে কোচিং হচ্ছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ পেলে শিক্ষকদের বিরুদ্ধে আইনানোগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন