বড়লেখায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে দুস্তদের মাঝে টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে ৩১ মে বৃহস্পতিবার দুপুরে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বৃহত্তর সিলেটের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। প্রতি বছরের পবিত্র রমজান, ঈদুল ফেতর ও ঈদুল আজহায় শামসুল হক ফাউন্ডেশন সুজানগর ইউনিয়নের দরিদ্র লোকজনকে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামসুল হকের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাশহারুল হকের পরিচালনায় হাশিমপুর গ্রামে দুস্তদের মাঝে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া আজিমগঞ্জ দারুল উলুম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, সাংবাদিক আব্দুর রব, সাবেক ইউপি মেম্বার ছমর উদ্দিন, সমাজসেবক শহীদ আহমদ, আহমেদ আরেফ, ফারুক আহমদ, আব্দুল মুত্তাকীন বাবুল, মনসুর আহমদ, রাজু আহমদ মজনু প্রমূখ।

শেয়ার করুন