স্টাফ রিপোর্টার॥ ধর্ম যার যার রাষ্ট্র সবার এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১ জুন শুত্রুবার সকালে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তন প্রাঙ্গনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এড. পীযূষ কান্তি সেন। পরে আহবায়ক নির্মল কান্তি সেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুমেষ দাস যীশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক পংকজ রায় মুন্না। সম্মেলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ ও সাধারন সম্পাদক মিছবাহুর রহমান। আরো বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সহ সভাপতি আশু রঞ্জন দাশ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. রাধা পদদেব সজল। সম্মেলনে সদর উপজেলার ১২ টি ইউনিয়নের কয়েক শত কাউন্সিলর ও নেতা-কর্মি অংশ গ্রহন করেন।
জেলা পূজা উদযাপন পরিষদ সম্মেলন
শেয়ার করুন