জেলা যুবদলের সভাপতি জাকির সম্পাদক মুহিত

মনজু চৌধুরীঃ মৌলভীবাজার জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ একযুগ পর নতুন কমিটির অনুমোদন দেওয়ায় নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে স্বাগত ও কেন্দ্রীয় কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জেলা উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা আহবায়ক জাকির হোসেন উজ্জ¦লকে সভাপতি, মিজানুর রহমান নিজাম সিনিয়র সহ-সভাপতি, এম এ মুহিত সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান যুগ্ম সম্পাদক ও মোবারক হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত পত্রে এই ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার ১জুন সন্ধ্যায় এই ঘোষণা পত্রটি জেলা নেতৃবৃন্দের হাতে এসে পৌঁছালে মহুর্তের মধ্যে জেলা ও উপজেলার নেতাকর্মীরা এখবর জেনে যান। দীর্ঘদিন পর নতুন জেলা কমিটির ঘোষণায় উজ্জীবিত হন নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা ও উপজেলার উৎফুল্ল নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানান। নতুন ওই কমিটি জেলা উপজেলায় যুবদলের ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবেন বলে প্রত্যাশা করে তারা ফেসবুকে স্ট্যাটাস দেন।
জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন উজ্জ্বল দুপুরে বলেন আগামী ২১ দিনের ভিতর পূর্ণাঙ্গ জেলা কমিটি চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তিনি জেলা যুবদলের সভাপতির দ্বায়িত্ব পাওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি নাসের রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। জাকির তার উপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করতে দলের সবস্থরের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা চান।

 

শেয়ার করুন