ছাত্রদলের  বিক্ষোভ মিছিল ও পথ সভা

স্টাফ রিপোর্টার॥ বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে  ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে জেলা ছাত্রদল। ২ জুন শনিবার দুপুরে শহরের চৌমহনা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শমসেরনগর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম নিশাত এর সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফিয়ান আহমদ চৌধুরী শিপু। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ রাহিন, মোঃ রিপন মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসাইন সাজু, উপজেলা ছাত্রদল নেতা শাহ আলম, জামাল আহমেদ, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক জামাদুর রহমান পাপন, শেখ ময়নুল, রাকিব আহমদ, শরীফ আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজগর আলী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, হেলাল আহমদ, সোহাগ মিয়া, আনোয়ার আহমেদ এছাড়াও তাজুদ, ইলিয়াছ, রনি, আল-আমিন, ইকবাল, ইমন, অপু, জাকারিয়া, সৈকত, জুমান, মখলিছ, আকরাম, নিপু, লিকছন প্রমুখ।

 

শেয়ার করুন