এনডিপি, লিবারেল এবং একজন ডলি বেগম

অন্টারিও লিবারেল পার্টির ক্রাস লেন্ডিংয়ের জন্য লিবারেলই দায়ি। আমরা যারা আজীবন লিবারেলকেই ভোট দিয়ে এসেছি তারা নয়। বাংলাদেশী হিসেবে আমরা বছরের পর বছর সাইড লাইনে শুধু চিয়ারলিডিংই করে গেছি আর বিভক্তির তকমা নিয়ে ঘরে ফিরেছি। বড়জোর কোনো কনভেনশনে পার্টির নেতাদের সাথে সেল্ফি, ব্যাস। একটা বড় কমিউনিটি হিসেবে যতটুকু মুল্যায়ন পাওয়া দরকার তার অর্ধেক ও মেলেনি। হোকনা তা অন্য পার্টি, এটলিস্ট নিজেদের একজন জিতলে বা সম্মানজনক ভোট পেলে ভবিষ্যতে কমিউনিটি হিসেবে আমাদের মুল্যায়ন হবে অন্য মাত্রায়। তখন আমরা মাঠে খেলতে পারবো, সাইডলাইনে দাড়িয়ে চিয়ার লিডিং নয়।

লেখকঃ তানবীর কোহিনূর রিয়েলেটর, টরন্টো, কানাডা

 

শেয়ার করুন