রমজান মাসের মতো বাকি ১১ টি মাসেও ফাকা দেখতে চান পৌর পার্ক

স্টাফ রিপোর্টার॥ রমজান মাসকে কেন্দ্র করে যেরকম ফাকা রয়েছে মৌলভীবাজার পৌর পার্ক, বছরের বাকি দিনগুলোও সেরকম ফাকা দেখতে চান এ শহরের সুশীল সমাজ।

শহরের সাধারণ কর্মব্যস্ত মানুষের ক্ষণিকের ক্লান্তি দূর করার জন্য মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্রে গড়ে উটে এই পার্ক, কিন্তু সকাল থেকে পুরো পার্কই চলে যায় ফুচকা ব্যবসায়ীদের দখলে। এর পর সময় বাড়ার সাথে সাথে জমতে থাকে ক্লাস ফাঁকি দিয়ে আসা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের আড্ডা। শুরু হয় পৌরপার্কে বসে ফুচকা খাওয়ার ধুম।

পৌর পার্কে গড়ে উটা ফুসকার আসর যেনো থামছেইনা, কিন্তু রমজান শুরু হওয়ায় ফুসকা ব্যবসায়ীরা এ ব্যবসা বন্দ করে দিলেন।

সরেজমিন গিয়ে দেখা যায় ইফতারের পূর্ব মুহুর্ত পর্যন্ত পৌর পার্ক ফাকা। কিন্তু সন্ধার পর ফুসকার গাড়ি ফুসকা নিয়ে আসলেও দু-একজন কস্টমার ছাড়া আর কেউ নেই।

সুশীল সমাজের প্রতিনিধি লেখক ও কলামিস্ট এডভোকেট মোঃ আবু তাহের বলেন, রমজান মাসের মতো বাকি মাসগুলোতে যদি ফুসকার দোকান না বসে তাহলে জনস্বার্থে এটি ভালো হবে।

 

শেয়ার করুন