কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার বাসিন্দা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মেধাবী ২০ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নগদ ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা, ২০১৭ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কমলগঞ্জের ১৫১জন শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫১ হাজার টাকা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ২২ জনকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে জনপ্রতি ৫০ হাজার টাকার করে মোট ১১ লাখ টাকা ঋণ, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ পৌরসভার ১১ পরিবারকে এক বান্ডিল করে টিন ও নগদ ৩ হাজার টাকা এবং পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত ২০০ জনকে ১০ কেজি করে চাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
রোববার ৩ জুন বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষা বৃত্তি, ক্ষুদ্র ঋণ ও ত্রাণ বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার (লিলি), ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান।