কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগগঞ্জের শমশেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ডাকবেল গ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ৩৫ বছর বয়স্কা এক নারীর মৃত্যু হয়। রোববার ৩ জুন সকাল ৮টা ৪০ মিনিটের সময় এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ দুর্ঘটনাটি জেনে শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানাকে অবহিত করেন। পরে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে লাশের সুরতহাল তৈরী করে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনাটি ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।