টরন্টো, কানাডা প্রতিনিধিঃ ডেনফোর্থ রোড ও পিলক্লিনটন ড্রাইভ এর সুন্নাতুল জামাত জামে মসজিদ টরন্টোর একটি বৃহত এবং পুরাতন জামে মসজিদ। মসজিদটির ঠিক সামনের আবাসিক এলাকার শত শত মুসলমান বাংলাদেশী নারী ও পুরুষ জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন এই মসজিদে। তাছাড়ায় সু-বিশাল পার্কিংলট এবং পুরুষ ও মহিলাদের নামাজের জন্য পর্যাপ্ত পরিমান স্থান থাকায় টরন্টোর বিভিন্ন এলাকা থেকে মুসল্লীদের সমাগম ঘটে এই মসজিদে।
বাংলাদেশী অধ্যুষিত এলাকায় অবস্থিত হওয়ায় প্রতি বছর বাংলাদেশী মুসল্লীদের আয়োজনে মসজিদটিতে অনুষ্ঠিত হয়ে থাকে ইফতার ও দোয়া মাহফিল। এরই ধারাবাহিকতায় গত ১ জুন শুক্রবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন এলাকার বাংলাদেশী মুসল্লীগন। বিশাল এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং শ্রমজীবি পুরুষ-মহিলা ও শিশু-কিশোর। আয়োজক মন্ডলীর সদস্য, ১৩ লিলিকাপ এভিনিউ এর বাসিন্দা জনাব ফয়ছল আহমদ জালালাবাদবার্তা.কম কে জানান, প্রতি বছরের ন্যায় এবারও বিশাল এই আয়োজনে উপস্থিতির সংখ্যা ছিলো প্রায় দেড় সহস্রাধিক। তিনি বলেন বাংলাদেশী কমিউনিটির ব্যক্তিবর্গ ছাড়াও টরন্টোতে বসবাসরত পৃথিবীর বিভিন্ন দেশের রোজাদার মুসল্লীদের উপস্থিতি ঘটে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে।
ইফতারের ঠিক পূর্ব মুহুর্তে বিশ্বের সকল মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।