হবিগঞ্জ প্রতিনিধি.
হবিগঞ্জে নির্যাতানের শিকার চ্যানেল এস’র সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৩ জুন) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে জামিন আবেদন করে জীবনের আইনজীবী। দুপুরে শুনানি শেষে বিচারক জীবনের জামিন মঞ্জুর করেন। এসময় আদালত পাড়ায় হবিগঞ্জে কর্মরত শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিক জীবনের আইনজীবী রুহুল হাসান শরীফ জানান, পুলিশ অন্যায়ভাবে জীবনের ওপর নির্যাতনের বিষয়টি আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালত আমাদের বক্তব্য শুনে সাংবাদিক জীবরেন জামিন মঞ্জুর করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ মে) রাতে শহরের যশেরআব্দা এলাকায় সাংবাদিক জীবনের বাসায় একদল পুলিশ প্রবেশ করে। এসময় পুলিশ তার ভাইয়ের পকেটে কয়েকটি ইয়াবা ঢুকিয়ে দেয়। সাংবাদিক জীবন প্রতিবাদ করলে পুলিশ তাকেসহ তার ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। সারারাত জীবনের ওপর নির্যাতন চালিয়ে সকালে তাকে সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। বিষয়টি শুক্রবার (১ জুন) সকালে জেলায় কর্মরত সাংবাদিকরা জানতে পেরে দুপুরে প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ করে।