বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বদর দিবস উপলক্ষে ৩ জুন রোববার বাদ যোহর উপজেলার সৎপুর গ্রামে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টে আলোচনা সভা, খতমে কোরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সৎপুর দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের সভাপতি মোঃ মুসলিম উদ্দিনের সভাপত্বিত্বে ও ক্বারী মোঃ ছাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র শাখার সাধারণ সম্পাদক হাজি মোঃ ফজলুর রহমান, প্রধান ক্বারী মাওলানা ফারুক আহমদ, হাজী মহরম আলী, ক্বারী আব্দুল মুকিত, ক্বারী মোঃ কবির আহমদ।

বক্তারা বলেন ঐতিহাসিক বদর দিবসে সংঘটিত বদর প্রান্তরে যুদ্ধ ছিল ইসলামের প্রথম জেহাদ। দ্বিতীয় হিজরির ১৭ রজমান বদর প্রান্তরে এ ঐতিহাসিক জেহাদ সংঘটিত হয়ে মুসলমানদের বিজয় রচিত হয়েছিল। বদরযুদ্ধের মধ্যদিয়ে পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম তথা মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়। ঐতিহাসিক বদর যুদ্ধে আবু জেহেলের ১০০০ সুসজ্জিত বাহিনীর বিপরীতে রাসূলুল্লাহ (সা.) এর ৩১৩ জন সাহাবায়ে ক্বেরাম সাধারণ অস্ত্র নিয়ে আল্লাহ তায়ালার গায়েবী সাহায্যে আবু জেহেলের বিশাল বাহিনীকে পর্যুদস্ত করেছিলেন অত্যন্ত কঠিনভাবে। তাই আমরা বদরি সাহাবাদের মত কাটি মুসলমান ও ঈমান ওয়ালা হতে পারি, বদরি চেতনায় উজ্বিবিত হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের যুবসমাজের কাছে এই দিনের তাৎপর্য তুলে ধরা খুবই গুরুুত্বপূর্ণ। অত্র শাখার  সাধারণ সম্পাদক হাজি মোঃ ফজলুর রহমান বলেন কোরআন শিক্ষার এই বাগানের খেদমতকার যিনি এই শাখা কেন্দ্রের’ সভাপতি ছিলেন মরহুম হাজি আরকান আলী সাহেব আজ আমাদের মাজে নেই। তিনির রেখে যাওয়া কোরআনের বাগানটি আছে। তাঁর ইসালে ছওয়াব উপলক্ষে এই বাগানের পবিত্র কোরআন শিক্ষার্থীরা কোরআনে খতম করেন।

দোয়া মাহফিলে মরহুম আব্দুল বাছিতসহ এলাকার সকল মুর্দেগানদের মাগফেরাত কামনা এবং দেশে বিদেশে অবস্থানরত যাদের অর্থ ও সহযোগিতায় এ কেন্দ্র ক্বোরআনের খেদমত চলছে তাদের নেক হায়াৎ ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

 

 

শেয়ার করুন