স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সড়ক-মহাসড়কে যানজট মুক্ত নিরাপদ পথ যাত্রার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে প্রেসক্লাব সম্মখ সড়কে ২ জুন শনিবার দুপুরে।
সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক এমদাদুল হকের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে যানজট মুক্ত আন্দময় পথ যাত্রার দাবি জানিয়ে বক্তব্য রাখেন-এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস. এম উমেদ আলী, মানব জমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ্দীন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাধরণ সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক দুরুদ আহমেদ, আব্দুল কাইয়ুম, এম এ সামাদ ও তাকবির আহমেদ প্রমুখ। সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে নারী-পুরুষসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহন করে।