স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইসিস রোগীদের আর্থিক সহায়তা প্রদান প্রকল্পের আওতায় রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৪ জুন সোমবার সকাল ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৮ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম এর পরিচালনায় চেক বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু জাহের,ডা.এ,কে,এম জিল্লুল হক,জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন।
অনুষ্ঠানে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, সাংবাদিক, রোগীর আত্বীয় স্বজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।