বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় যুবলীগ নেতা সমছুল ইসলাম খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। রোববার মামলাটি করেছেন নিহতের ছোটভাই বদরুল ইসলাম। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী নিজাম উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে। সে উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত ফৈয়াজ আলীর ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের দা ও ছুলফির আঘাতে খুন হন যুবলীগ নেতা সমছুল ইসলাম (৫৫)। এ ঘটনায় নিহতের ছেটিভাই বদরুল ইসলাম রোববার ১১ জনের নাম উল্লেখ ও আরো ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ মামলার এজাহারভুক্ত ৬ নং আসামী নিজাম উদ্দিনকে তার শ্বশুর বাড়ি গৌরনগর গ্রাম থেকে গ্রেফতার করেন।
থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর জানান, গ্রেফতারকৃত আসামী নিজাম উদ্দিনকে ৪ জুন সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।