প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ৩ জুন রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে পৌর কমিটির সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি শংকর লাল সাহা ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ। পৌর পূজা উদযাপন পরিষদের শাখার সাধারণ সম্পাদক সুমন দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর এলাকার ৬টি ম-প কমিটির প্রতিনিধিবৃন্দ। বিকেলে ২য় অধিবেশনে গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে বিশ্বজিত রায় সভাপতি ও জয়ন্ত দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শেয়ার করুন