প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আহমদনগর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বাবুল চন্দ্র মালাকার (৫৫) ৩ জুন রোববার দিবাগত রাত ১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরণ গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে আহমদনগর দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত বাবুল চন্দ্র মালাকারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ১২টায় হরিশ্রণ গ্রামের নিজ পারিবারিক শ্মশানঘাটে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শিক্ষক বাবুল চন্দ্র মালাকারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
শোক সংবাদ ॥ বাবুল চন্দ্র মালাকার ॥
শেয়ার করুন