প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের দেয়ালটিলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অনিল নায়েক (৭০) ৪ জুন সোমবার সকাল ৯ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ২ টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনিল নায়েকের মরদেহে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয় এবং জাতীয় পতাকা দিয়ে মরদেহ আচ্ছাদিত করা হয়। সোমবার বেলা আড়াইটায় ইটখলা নতুন শ্মশানঘাটে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
শোক সংবাদ ॥ মুক্তিযোদ্ধা অনিল নায়েক
শেয়ার করুন