স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে অভিযান চালানো হয়।
৪ জুন সোমবার উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করা, নিয়ম না মেনে ইট ভাটা চালানোসহ বিভিন্ন অপরাধে মেসার্স এম আর এস ব্রিকস ফিল্ডকে ২০ হাজার টাকা, রাধারমণ মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, শতাব্দি ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ শত টাকা, মোশাহিদ মিয়ার ফলের দোকানকে ৫ শত টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।