স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার ৪ জুন সন্ধ্যায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, পৌরসভার মোঃ ফজলুর রহমান,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল,জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ আহমদ,মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি ,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, আইনজীবি,কলামিষ্ট,ব্যাংকার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন অলাইন,ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শেয়ার করুন