৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ উপলক্ষ্যে সিলেটে মতবিনিময় সভা

জালালাবাদবার্তা.কমঃ টরন্টোর সর্ববৃহৎ বাংলাদেশী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো আগামী ২১ এবং ২২ জুলাই বিশ্বের সকল জালালাবাদবাসী তথা সিলেটবাসীদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে ৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮। প্রসঙ্গত, বিগত ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১ম জালালাবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পরবর্তিতে ২০০৮ সালে কানাডার টরন্টোতে ২য় জালালাবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর আরও বিশদ ভাবে মহাসম্মেলন আকারে ২০১৮ সালে আবারও কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন।

ইতিমধ্যে জালালাবাদ মহাসম্মেলনে অংশগ্রহন করার জন্য বিশ্বের সকল জালালাবাদ এসোসিয়েশনসহ সিলেটি বিভিন্ন সংগঠন ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গকে আমন্ত্রন জানানো হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সম্মানিত সাধারন সম্পাদক জনাব জগলুল পাশা, যুগ্ম-সাধারন সম্পাদকদ্বয় জনাব ইমাম মেহেদী চৌধুরী এনাম এবং ফাহিমা চৌধুরী মনি উক্ত মহাসম্মেলন সফলভাবে আয়োজন করতে সর্বাত্মকভাবে সাহায্য করে যাচ্ছেন।

বিগত এপ্রিল এবং মে মাসে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র নির্বাহী সহ-সভাপতি জনাব আকতার হোসেন আসন্ন এই সম্মেলনে অংশগ্রহন করার জন্য সিলেট সিটি কর্পরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং সিলেটের প্রথম নির্বাচিত মেয়র জনাব বদর উদ্দিন আহমেদ কামরান সাহেবের সাথে সৌজন্য সাক্ষাত করে আনুষ্ঠানিকভাবে তাদেঁর কাছে ৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ এর দাওয়াত পৌঁছে দেন। জনাব আরিফ চৌধুরী এবং জনাব কামরান সাহেবদ্বয় দাওয়াত গ্রহন করেন এবং সম্মেলনে অংশগ্রহন করার আশাবাদ ব্যক্ত করেন।

তাছাড়া সিলেট চেম্বার্স অব কমার্স এবং সিলেট স্টেশন ক্লাবের সাথে জনাব আকতার হোসেনের পৃথক দুইটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিলেট চেম্বার্স অব কমার্স এবং সিলেট ষ্টেশন ক্লাবের নেতৃবৃন্দ এ ধরনের আয়োজনের উদ্দোগ নেওয়ায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিও, কানাডার প্রশংসা করেন এবং এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আসন্ন এই মহাসম্মেলনে কানাডার টরন্টোতে আসার উৎসাহ প্রকাশ করে দাওয়াত গ্রহন করেন।

সিলেট চেম্বারর্স অব কমার্স এর পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর নির্বাহী সহ-সভাপতি জনাব আকতার হোসেনকে সম্মাননা পদকও প্রদান করা হয়।

 

শেয়ার করুন