বিশ্ব মুসলিম ও মানবতার সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে বিয়ানীবাজার সমিতির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

সুহেল ইবনে ইসহাক, টরন্টো: মানবজাতি, বিশ্বের মুসলিম ও মানবতার সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে গত ৪ জুন সোমবার টরন্টোর ডাউন টাউনস্থ রিজেন্ট পার্ক খাদিম কমিটি মসল্লা, ২৬০ সুমাক স্ট্রীট এ অনুষ্ঠিত হয়ে গেলো বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি টরন্টো কানাডা ইন্ক্ এর ইফতার মাহফিল-২০১৮I বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে আসা নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি টরন্টো কানাডা ইন্ক্ এর উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও টোরোন্টোস্থ বিয়ানীবাজারবাসী নারী-পুরুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উক্ত ইফতার মাহফিলে যোগদান করেন।

মাহে রমজান ও সেহরি-ইফতারের গুরুত্ব ও তাৎপর্য্য নিয়ে আলোকপাত করে সর্বোপরি মানবজাতি, বিশ্বের মুসলিম ও মানবতার সমৃদ্ধি, বিশ্ব মানবতার মুক্তি ও দেশ-বিদেশের অনেক রোগীদের আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বাসিতI

বিয়ানীবাজার এসোসিয়েশনের সভাপতি টুনু মিয়া বলেন, “একসাথে ইফতার সম্পন্ন ও দোয়ার শরিক হওয়া মহান আল্লাহ্তালায় একটি অশেষ নেয়ামত, সমিতির মাধ্যমে এই ইফতার মাহফিলে টরোন্টোতে বসবাসরত অনেক বিয়ানীবাজারবাসী সহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়ের সুযোগ সৃষ্টি হলো। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন এর সুবাদে আমাদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যতা আরো উন্নত করেনI”

বিয়ানীবাজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন জানান, “আমাদের এসোসিয়েশনের নিমন্ত্রণ গ্রহণ করে যাঁরা কষ্ট করে এ দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে মাহফিলকে সুন্দর ও স্বার্থক করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞ।”

উক্ত ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক কমিটির পক্ষ হতে আহবায়ক মোহাম্মদ এজাজুল চৌধুরী, সদস্য জয়নুল ইসলাম ও সুহেল আহমদ ইফতার ও দোয়া মাহফিলকে সফল করতে যারা আর্থিকভাবে, মানসিক সাপোর্ট ও পরিশ্রম দিয়ে এবং সর্বোপরি উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

 

শেয়ার করুন