শহর প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মাদানগর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে চালিয়ে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ৪ জুন সোমবার দিবাগত রাত ১টায় ৪৬ বিজিবি’র দত্তগ্রাম বিওপি টহল দল বোতলজাত এই মদ উদ্ধার করে।
৪৬ বিজিবি’র শরীফপুরের দত্তগ্রাম বিওপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দত্তগ্রাম বিওপি’র নায়েক সুবেদার মো. আব্দুল হাই আখন্দ এর নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৬৪ হাজার ৫শ’ টাকা। বিজিবি দত্তগ্রাম বিওপি’র নায়েক সুবেদার মো. আব্দুল হাই আখন্দ এই মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।