কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কমলগঞ্জ  প্রতিনিধি॥ ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ জুন মঙ্গলবার বেলা ১১টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এম.এ.ওয়াহিদ রুলু প্রমুখ। সভায় বক্তারা বলেন, বনাঞ্চল উজাড় রোধ এবং প্লাস্টিক, পলিথিন বন্ধে সরকার ও প্রশাসনকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। এছাড়া পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের সাথে রাজনৈতিক অঙ্গিকার থাকার দাবি বক্তাদের।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় দু’টি গ্রুপে ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।

অন্যদিকে বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ও বন বিভাগ এর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত হয়। পর সিএমসি অফিসে লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা ঈমান আলীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

 

শেয়ার করুন