নিজস্ব প্রতিনিধিঃ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের তত্বাবধানে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে নানা আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, সমাজ সেবক ও সংগঠক রফিকুল ইসলাম ভুলুর বিশেষ তত্বাবধানে বর্তমান সময় সাময়িকের উপর গুরুত্ব অনুধাবন করে গণ মাধ্যমের উপর একটি নাটক মঞ্চস্থ করা হয়। এই নাটক তাৎক্ষনিক ভাবে ২০/২৫ হাজার উপস্থিত দর্শকদের হাসির খোরাক কিছুক্ষনের জন্য হলে পুরন করে। বিশেষ করে এই নাটকের মূল প্রতিপাদ্য ছিলো হলুদ সাংবাদিকতার কর্মীদের জন্য। এই নাটক মঞ্চস্থ্যের বিরুদ্ধে কুয়েত অবস্থানরত হলুদ সাংবাদিকতা নামধারী কয়েকজন তারা নাটকটির অপব্যাখা দিয়ে নিজস্ব চ্যানেলে রফিকুল ইসলাম ভুলুকে দায়ী করে সামাজিক ভাবে তাকে হেও প্রতিপন্ন্য করার উদ্দেশ্যে অত্যন্ত উদ্দেশ্য মূলক ভাবে প্রচার করে ।এদিকে এই নাটকের পূর্ণ অর্থ না বুঝে অত্যন্ত উদ্দেশ্য মূলক এবং বাংলাদেশী কমিউনিটিতে তার ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে বাংলা টিভি কুয়েত প্রতিনিধি আ.হ. জুবেদসহ, মঈনুদ্দিন সুমন, এহছানুল হক খোকন, জালাল উদ্দিন ও আল আমিন রানাকে দোষারফ করে তাদের অতিত কর্মকান্ড তুলে ধরে রফিকুল ইসলাম ভুলু তার বাসভবনে পরিবারের সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম ভুলু অত্যন্ত দৃঢ়ভাবে বলেছেন, বর্তমানে দেশে বিদেশে নানান ধরনের অপরাধ প্রবনতা বেড়ে গেছে। সাথে মুষ্টিমেয় কিছু বাংলাদেশী নানা পেশার আড়ালে ক্ষমতার অপব্যবহার করে নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। যা আমরা বাংলাদেশের জাতীয় গণ মাধ্যম এর বদৌলতে জানতে পারি। সেই থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশীদেরকে সতর্ক থাকার জন্য এই নাটকটি মঞ্চস্থ হয়। তিনি সংবাদ সম্মেলনে পরিষ্কার ভাষায় বলেছেন, স্বচ্ছ গণমাধ্যম কর্মীদের হেও প্রতিপন্ন্য করার উদ্দেশ্যে এই নাটকটি মঞ্চস্থ করেন নাই।
যারা হলুদ সাংবাদিকতার আড়ালে যে সব অপকর্ম করে বেড়াচ্ছেন একমাত্র তাদেরই এতে গা লেগেছে এই নাটকটি। আর তারাই তাদের চ্যানেলে তাদের ক্ষমতার অপব্যবহার করে চ্যানেলের কর্তপক্ষকে সত্য ঘটনা না বলে অপব্যাখা করে আমার এবং আমার পরিবারকে হেও প্রতিপন্ন করার উদ্যোশ্যে এই সংবাদ পরিবেশন করেন।
তিনি এই হলুদ সাংবাদিকতার সাথে জড়িত মুষ্টিমেয় চিন্নিহিত কিছু গণমাধ্যম নামধারী কর্মীদের নানা অপকর্ম তুলে ধরেন। সেই সাথে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আবুদল লতিফকে তাদের পৃষ্টপোষক হিসেবে চিহ্নিত করেন। একই সাথে তিনি সকল প্রবাসী বাংলাদেশীদের সতর্ক থাকার পরামর্শ দেন ই সংবাদ সম্মেলনে।