কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েশনের মাসিক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ছয়ফুল আলম সাইফুলঃ আজ ৫ জুন (মঙ্গলবার) বিকাল ৬ টায় কুলাউড়া একুশে স্যাটেলাইট অফিসের উদ্যেগে একুশে স্যাটেলাইটের স্বত্তাধিকারী মোঃ ছদিক আহমদের এর সভাপতিত্বে এবং একুশে স্যাটেলাইটের পরিচালক মোঃ ছামছু মিয়ার পরিচালনায় কুলাউড়া ছামী ইয়ামী চাইনিজ বাংলা রেষ্টুরেন্টএ মাসিক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন এস এস ক্যাবল নেটওয়াকের পরিচালক ও কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েনের সভাপতি ছয়ফুল আলম সাইফুল, আর বি ক্যাবল টিভি নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী এসোসিয়েশনের কোষাধ্যক এম এ আহাদ,
হিংগাজিয়া আর এম স্যাটেলাইটের স্বত্তাধিকারী মোঃ রমিজ মিয়া, সহ-সাধারন সম্পাদক চৌধুরী বাজার ক্যাবল নেটওয়ার্কস এর পরিচালক রফিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক ঘাটের বাজার আনন্দ স্যাটেলাইট এর পরিচালক আবু তাহের তোয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহান ক্যাবল নেটওয়ার্কস এর পরিচালক মোঃ সোহেল আহমদ, প্রচার সম্পাদক ভুকশিমইল ক্যাবল নেটওয়ার্কস এর পরিচালক মোঃ ফয়ছল আহমদ, সহ- কোষাধ্যক চুনঘর ফেন্ডস স্যাটেলাইট-২ এর পরিচালক সিরাজুল ইসলাম আজাদ, দপ্তর সম্পাদক, সদস্য শরীফপুর ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী মোঃ সাধন শর্ম্মা।

 

শেয়ার করুন