কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া একুশে স্যাটেলাইট অফিসের উদ্যেগে একুশে স্যাটেলাইটের স্বত্তাধিকারী ও এসোসিয়েনের সাধারন সম্পাদক মোঃ ছাদিকুর রহমানের সভাপতিত্বে এবং একুশে স্যাটেলাইটের পরিচালক মোঃ সামছুর রহমান সমছুর পরিচালনায় কুলাউড়া ছামী ইয়ামী চাইনিজ বাংলা রেষ্টুরেন্টএ মাসিক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৫ জুন মঙ্গলবার উক্ত সভায় উপস্থিত ছিলেন এস এস ক্যাবল নেটওয়াকের পরিচালক ও কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েনের সভাপতি ছয়ফুল আলম সাইফুল, আর বি ক্যাবল টিভি নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী এসোসিয়েশনের কোষাধ্যক এম এ আহাদ, চুনঘর ফ্রেন্ডস্ স্যাটেলাইটের স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের সহ-সভাপতি দীপক ধর, হিংগাজিয়া আর এম স্যাটেলাইটের স্বত্তাধিকারী মোঃ রমিজ মিয়া, এসোসিয়েনের সহ-সাধারন সম্পাদক চৌধুরী বাজার ক্যাবল নেটওয়ার্কস এর পরিচালক রফিকুল ইসলাম স্বপন, এসোসিয়েনের সাংগঠনিক সম্পাদক ঘাটের বাজার আনন্দ স্যাটেলাইট এর পরিচালক আবু তাহের তোয়াহিদ, এসোসিয়েনের সহ-সাংগঠনিক সম্পাদক শাহান ক্যাবল নেটওয়ার্কস এর পরিচালক মোঃ সোহেল আহমদ, এসোসিয়েনের প্রচার সম্পাদক ভুকশিমইল ক্যাবল নেটওয়ার্কস এর পরিচালক মোঃ ফয়ছল আহমদ, এসোসিয়েনের সহ- কোষাধ্যক চুনঘর ফেন্ডস স্যাটেলাইট-২ এর পরিচালক সিরাজুল ইসলাম আজাদ, এসোসিয়েনের দপ্তর সম্পাদক ও শরীফপুর ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী সাধন শর্ম্মা, এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রী কলেজর প্রভাষক খালেদ আহমদ, শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, শিক্ষক জনারধন বাবু, কুলাউড়া অরেঞ্জ ব্রড ব্যান্ড নেট এর পরিচালক মোঃ রোবেল আহমদ, সিলেট থানার পুলিশ অফিসার জহির আলী, কুলাউড়া থানার পুলিশ অফিসার মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ্য। উক্ত সভায় সিন্ধান্ত হয় মাসের মাসিক মতবিনিময় সভা চৌধুরী বাজার ক্যাবল নেটওয়ার্কস অফিসে অনুষ্ঠিত হবে।