বড়লেখা প্রতিনিধি॥ ইসলাামী ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে ৫ জুন মঙ্গলবার সিয়াম, তাক্বওয়া ও সাদাকাহ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক আকবর উদ্দিনের সভাপতিত্বে ও ব্যাংক অফিসার আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। প্রধান আলোচক ছিলেন ডাকবাংলো মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্টটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও বিয়ানীবাজার শাখা ব্যবস্থাপক ড. রুহুল আমীন, বড়লেখা পৌরমেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সুজানগর ইউপি নছিব আলী প্রমূখ।